মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে তার স্বামী উজ্জ্বল মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত উজ্জ্বল মিয়ার বাড়ি উপজেলার আঠালিয়া গ্রামে।
এজাহারে উল্লেখ করা হয়, ২০১৩ সালের শেষের দিকে উজ্জ্বল মিয়ার সঙ্গে একই গ্রামের রোকেয়া আক্তারের বিয়ে হয়। চার মাস পর রোকেয়া অন্তঃসত্ত্বা হন। বিয়ের পর এবং অন্তঃসত্ত্বা অবস্থায় রোকেয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন।
২০১৪ সালের ২৫ আগস্ট রাত ৩টার দিকে গৃহবধূর বাবার বাড়িতে খবর দেয়া হয় রোকেয়া মারা গেছেন। বাবার বাড়ির লোকজন গিয়ে দেখেন রোকেয়ার মরদেহ ঘরের বাইরে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় ২৬ আগস্ট রোকেয়ার ভাই মো. শুকুর আলী সিংগাইর থানায় মামলা করেন। এতে রোকেয়ার স্বামী উজ্জ্বল মিয়া, শ্বশুর জালাল উদ্দিন, শাশুড়ি হাজেরাসহ কয়েকজনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন তালুকদার ২০১৫ সালে ২৮ মে উজ্জ্বলকে আসামি করে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগপত্র জমা দেন। সে বছরের ৭ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি গ্রহণ করা হয়।
মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে।
এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সালাম সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শামীম খানের মন্তব্য পাওয়া যায়নি।