খুলনার হরিণটানা থানাধীন ময়ুর ব্রিজের দক্ষিণ পাশে ভার্সিটি রোড থেকে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তির নাম আল আমিন শেখ জনি। তার বাড়ি রূপসা থানার আইচগাতি গ্রামে।
র্যাব জানায়, বৃহস্পতিবার ভোর রাতে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, খুলনা মহানগরের হরিণটানা থানাধীন ময়ুর ব্রিজের দক্ষিণ পাশে ভার্সিটি রোডে জনৈক জামাল উদ্দিনের বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশ্য অবস্থান করছেন।
ওই সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ওই স্থানে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন জনি। তখন র্যাব তাকে আটক করে।
এ সময় উপস্থিত লোকজনের সামনে জনির দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে হরিণটানা থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক জানান, র্যাবের হাতে আটক আল আমিন শেখ জনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।