বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নীলগাইটি থাকবে জাদুঘরে

  •    
  • ১৮ মার্চ, ২০২১ ১৬:৫২

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে বুধবার মৃত অবস্থায় উদ্ধার করা হয় নীলগাইটি। পশুটির ময়নাতদন্ত করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বন বিভাগ। এটিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু জাদুঘরে পাঠানো হচ্ছে।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় উদ্ধার সেই মৃত নীলগাইটি রাখা হবে টাঙ্গাইলের ভুয়াপুর বঙ্গবন্ধু আঞ্চলিক জাদুঘরে।

দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল-আল-মামুন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি নিউজবাংলাকে বলেন, শুরুতে প্রাণীটির ময়নাতদন্ত করার সিদ্ধান্ত হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। মৃত নীলগাইটি বঙ্গবন্ধু আঞ্চলিক জাদুঘরে রাখা হবে।

আটোয়ারীর মির্জাপুর ইউনিয়নের খচপাড়া এলাকা থেকে বুধবার বিলুপ্ত প্রজাতির মৃত নীলগাই উদ্ধার করে পুলিশ।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন নিউজবাংলাকে জানান, তোড়েয়া ইউনিয়নের দাড়খোর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে নীলগাইটি বাংলাদেশে এলে স্থানীয় লোকজন এটিকে ধরার চেষ্টা করেন। পরে প্রাণীটি পালিয়ে প্রায় কয়েক কিলোমিটার দূরে খচপাড়া এলাকায় চলে যায়।

সেখান থেকে স্থানীয় লোকজন নীলগাইটিকে আহত অবস্থায় দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পশুটি মারা যায়। শ্বাসকষ্টের কারণে এটি মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।

পরে বন বিভাগের কাছে মৃত প্রাণীটি হস্তান্তর করে পুলিশ।

এ বিভাগের আরো খবর