চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিশু বায়তুল হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই রায় দেন বলে নিউজবাংলাকে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আঞ্জুমান আরা।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মোহাম্মদ রহিম ও ফারুক হোসেন। তারা সম্পর্কে ভাই এবং দুইজনই পলাতক।
মামলার এজাহার থেকে জানা যায়, সদর উপজেলায় ২০১০ সালের ১৯ জানুয়ারি রাতে পারিবারিক বিরোধের জেরে রহিম ও ফারুক তাদের মামাতো ভাই নজরুল ইসলামের পরিবারের ওপর ককটেল হামলা চালান। এ ঘটনায় নজরুলের পরিবারের কয়েকজন সদস্য আহত হন।
এজাহারে আরও বলা হয়, আহতদের মধ্যে নজরুলের ভাই নুরুল ইসলামের ছেলে সাত বছর বয়সী বায়তুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ওই বছরের ২০ জানুয়ারি সদর মডেল থানায় রহিম ও ফারুকের বিরুদ্ধে মামলা করেন বায়তুলের চাচা নজরুল।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান একই বছরের ৮ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন।
দীর্ঘদিন সাক্ষ্য নেয়া শেষে আদালত বৃহস্পতিবার এই রায় দেয়।