চট্টগ্রামের আগ্রাবাদে ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় ১৪ জনের নামে মামলা করেছে তার স্ত্রী।
ডাবলমুরিং থানায় বুধবার রাতে মামলা করেন নিহত হাশেম খানের স্ত্রী জরিনা খাতুন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাসুদ রানা নিউজবাংলাকে জানান, মামলায় সোহাগ নামের একজনকে প্রধান করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে আগ্রাবাদের কার্যভবনের সামনে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে হাশেম খান নিহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংঘর্ষে আহত চারজনের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া। রবিউল হোসেন নামে এক যুবক এখনও সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় পুলিশ ওইদিনই ২৪ জনকে আটক করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে ১৬ জনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি আটজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।