জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জীবনীর ওপর নির্মিত ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে।গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এই তথ্যচিত্র দেখানোর উদ্যোগ নিয়েছেন। তার নির্বাচনি এলাকার ২৩ ইউনিয়নে ৪ দিন ধরে প্রদর্শিত হবে এই ডকুড্রামা।
কাশিয়ানী উপজেলার শহীদ মিনার চত্বরে ও মুকসুদপুর উপজেলার কেজি স্কুল মাঠে বুধবার রাতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও সুচিন্তা বাংলাদেশের যুগ্ম-আহ্বায়ক কানতারা খান।
এ সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথিন্দ্র নাথ রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, কাশিয়ানী সদর ইউনিয়ের চেয়ারম্যান মশিউর রহমান খান উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডকুড্রামা উপভোগ করেন।
সবাইকে এই তথ্যচিত্র দেখার আহ্বান জানিয়ে সংসদ সদস্য ফারুক খান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে শেখ হাসিনার জীবনের উত্থান-পতনের সবকিছু এখানে জীবন্ত রূপ লাভ করেছে। আমি মনে করি, এই ডকুড্রামা দেখলে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন।’
‘হাসিনা: এ ডটারস টেল’ ডকুড্রামার পরিচালক পিপলু খান। প্রযোজনায় রয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপল বক্স ফিল্মস।
১ ঘণ্টা ১০ মিনিটের এ ডকুড্রামা তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে বারবার গ্রেপ্তার হওয়ার কথা থেকে শুরু করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবার হত্যার বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে সমাদৃত হয়েছে এ তথ্যচিত্র।