কক্সবাজার শহরের কলাতলীর এক রিসোর্টে যুবক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার মো. বাবু ও নজরুল ইসলাম।
মঙ্গলবার রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী সেতু এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে তাদের আটক করা হয় বলে বুধবার জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস।
মঙ্গলবার বিকেলে কলাতলীর সুগন্ধা সুইট হোম রিসোর্টের একটি কক্ষ থেকে গলায় মোবাইলের চার্জারের তার পেঁচানো অবস্থায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল মালেকের বাড়ি কক্সবাজার শহরের পূর্ব ঘোনারপাড়ায়।
ওসি মুনিরুল জানান, মঙ্গলবার গভীর রাতে কর্ণফুলী সেতুর চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশির সময় বাবু ও নজরুলকে রক্তমাখা জামা গায়ে পাওয়া যায়। পুলিশ সদস্যরা রক্তমাখা জামা পরার কারণ জানতে চাইলে তারা সড়ক দুর্ঘটনায় আহত হন বলে জানান।
তিনি জানান, পুলিশ খোঁজ নিয়ে দুর্ঘটনার তথ্যের সত্যতা না পেয়ে তাদের আটক করে। কক্সবাজারের রিসোর্টে হত্যার সঙ্গে তারা জড়িত বলে ধারণা করা হচ্ছে।
সুইট হোম রিসোর্টের ম্যানেজার খালেক পুলিশকে জানিয়েছেন, বাবু ও নজরুল নামের দুইজন সোমবার সকালে এক দিনের জন্য রিসোর্টের ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। হোটেলের রেজিস্টারে তাদের নাম রয়েছে।