গাড়ি চুরির মামলায় গ্রেপ্তার হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহির সই করা বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।
এ বিষয়ে সাইদুর রহমান বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ একটি আদর্শিক সংগঠন। এই সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক হয়েও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন হৃদয় পাঠান উজ্জ্বল। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।’
রাজধানীতে গাড়ি চুরির এক মামলায় গত মঙ্গলবার রাতে মাধবপুর থেকে ছাত্রলীগ নেতা উজ্জ্বলসহ দুইজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি প্রাইভেটকার জব্দ করা হয়।