সিরাজগঞ্জে পুলিশের হাত থেকে বাঁচতে এক যুবক শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, সদর উপজেলার মধ্যযমুনার গটিয়ার চরে বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ৩৫ বছরের ওই যুবকের নাম জুয়েল রানা। তিনি ‘মোটরসাইকেল চোর চক্রের গ্যাং লিডার’। তার বিরুদ্ধে ৮টি চুরি, ডাকাতিসহ ১১টি মামলা আছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার স্নিগ্ধা আক্তার নিউজবাংলাকে বলেন, ‘বুধবার দুপুরে সদর থানার উপপরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে কাওয়াকোলা ইউনিয়নের গটিয়ারচর গ্রামে জুয়েলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জুয়েল নিজের ঘরেই ছিলেন।
‘‘পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ঘরের দরজা আটকে দেন। ডাকাডাকিতে সাড়া না দিয়ে জুয়েল পুলিশ সদস্যদের বাড়ি ছেড়ে চলে যেতে বলতে থাকেন এবং ‘বড় কিছু’ ঘটানোর হুমকি দেন।’’
স্নিগ্ধা আক্তার বলেন, ‘একপর্যায়ে পুলিশ সদস্যরা পাশের মেছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ডেকে আনেন। চেয়ারম্যান আব্দুল মজিদ মাস্টারও তাকে ঘর থেকে বের করার চেষ্টা করেন। এর মধ্যেই ঘর থেকে আগুনের শিখা বের হতে দেখেন তারা। এ সময় পুলিশ সদস্যরা দরজা ভেঙে আগুনে পোড়া অবস্থায় জুয়েলকে দেখতে পান। ঘরে থাকা চারটি চোরাই বাইকও এ সময় পুড়ে যায়।’
মেছরার চেয়ারম্যান আব্দুল মজিদ নিউজবাংলাকে বলেন, ‘আমাদের ধারণা, পুলিশের হাত থেকে বাঁচতে জুয়েল ঘরে থাকা মোটরসাইকেলের পেট্রল নিজের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয়।’
জুয়েলের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে আনা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা স্নিগ্ধা আক্তার।