কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় অবৈধ সেচের সংযোগের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো দিনমজুর মমিনুল ইসলামের ছেলে ১২ বছর বয়সী আল-আমিন এবং দিনমজুর আজিদুল ইসলামের ছেলে পাঁচ বছর বয়সী আলিমুল হক। তারা দুজনেই বালাতাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আল-আমিন পঞ্চম শ্রেণি এবং আলিমুল প্রথম শ্রেণির ছাত্র।
এলাকার ছকি উদ্দিন জানান, তার জমির পাশের একটি বরই গাছ থেকে বরই পেড়ে তার দুই নাতি বাড়ি ফিরছিল। রাস্তায় আবুবক্কর মিয়ার বাড়ি থেকে ইরি-বোরো চাষাবাদের জন্য সেচ দেয়ার অবৈধ বৈদ্যুতিক সংযোগের তার মাটিতে পড়েছিল। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে শিশু দুটি। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ফজিলাতুন নেছা বন্যা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের উপ-সাধারণ ব্যবস্থাপক (ডিএমও) মোস্তফা কামাল জানান, অবৈধভাবে সংযোগ নিয়ে সেচ দেয়া হলে তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ফুলবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়ে হবে।
ময়নাতদন্ত না করার আবেদনে ওই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।