আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক। এর মধ্যে গোপালগঞ্জে চলন্ত বাসে ওঠার সময় চাকার নিচে পিষ্ট হন একজন আর নারায়ণগঞ্জে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় একজনের।
গোপালগঞ্জ
মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে বুধবার বেলা ২টার দিকে ‘অসচেতনতার’ কারণে মৃত্যু হয় আরজ আলী নামে এক শ্রমিকের। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের বাস কলেজ মোড়ে আসলে চলন্ত গাড়িতে ওঠার চেষ্টা করেন আরজ।
এ সময় পা ফসকে বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওই বাসটি জব্দ বা কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।
নারায়ণগঞ্জ
রাস্তা পার হওয়ার সময় অসতর্কতায় প্রাণহানির ঘটনা ঘটে সোনারগাঁ উপজেলার মেঘনা এলাকায়।
বুধবার সকালে এ দুর্ঘটনা প্রাণ হারান ইউনুস মিয়া। তার বাড়ি কুমিল্লার বুড়িচং থানার উত্তর সামপুর এলাকায়। তিনি মেঘনায় প্রতাপনগর এলাকায় নুরুজ্জামান মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি সিমেন্ট কারখানায় কাজ করতেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মেঘনা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিমেন্ট কারখানার শ্রমিক ইউনুস ঘটনাস্থলে নিহত হন।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার সময় পিকআপ রেখে চালক ও হেলপার পালিয়ে যান। তবে পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।