ময়মনসিংহের ভালুকা ও তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকার কাঁঠালী রাসেল স্পিনিং মিলের সামনে বুধবার ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছে।
তারা হলেন খাদিজা আক্তার ও তার দেড় বছরের মেয়ে মরিয়ম আক্তার। তাদের বাড়ি ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামে।
ভালুকা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় রাসেল স্পিনিং মিলের সামনে ট্রাকচাপায় মা-মেয়ে আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ১০টার দিকে খাদিজা মারা যান। কিছুক্ষণ পর মারা যায় মরিয়ম।
ওসি আরও জানান, ট্রাকটি জব্দ করা গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। আর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি হস্তান্তর করা হবে।
অন্যদিকে তারাকান্দার কাশিগঞ্জ এলাকায় ট্রাকচাপায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
কাশিগঞ্জ বাজারে একটি তেল পাম্পের সামনে বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তার বাড়ি সাধুপাড়া গ্রামে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, দুপুরে কাশিগঞ্জ বাজারে মোটরসাইকেলে তেল নিয়ে মহাসড়কে ওঠার সময় ময়মনসিংহগামী বালুবাহী ট্রাক এটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক রফিকুল নিহত হন।