বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫০০ টাকায় বিক্রির পর ঝোপে মিলল শিশুর মরদেহ

  •    
  • ১৭ মার্চ, ২০২১ ১৩:৪১

পুলিশ জানায়, শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার কানে দুটি দুল ছিল, সেটি পাওয়া যায়নি। 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের এক দিন পর আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের নোয়াহাটি এলাকার একটি ঝোপ থেকে বুধবার সকালে উদ্ধার হয় মরদেহ।

এ ঘটনায় আটক করা হয় শিশুর প্রতিবেশী রিমি আক্তারসহ তিনজনকে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কবির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি নিউজবাংলাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমি শিশুটিকে ৫০০ টাকায় বিক্রি করার কথা জানিয়েছেন।

শিশুটির বাড়ি সৈয়দটুলা গ্রামে। স্বজনরা জানায়, গতকাল মঙ্গলবার বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ওসি কবির জানান, রিমির বাড়িতে শিশুটির আনাগোনা ছিল। তাই তাকেই স্থানীয়রা প্রথমে সন্দেহ করে। রিমিকে আটক করা হলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৫০০ টাকার বিনিময়ে হোসেনের কাছে তাকে বিক্রি করে দেন।

রিমির দেয়া তথ্যে হোসেনকে খুঁজতে গিয়ে তার বাড়ির পাশের ঝোপে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে আটক করা হয় হোসেন ও তার সহযোগী জামিলকে।

ওসি কবির হোসেন বলেন, ‘শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার কানে দুটি দুল ছিল, সেটি পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনা জানা যাবে।’

এ বিভাগের আরো খবর