বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউএনওর ওপর হামলা, গ্রেপ্তার ৪

  •    
  • ১৭ মার্চ, ২০২১ ১৩:১৬

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও লিংকন পুলিশের একটি দল নিয়ে সেখানে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মাথায় আঘাত পান ইউএনও।

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার কাঁটাপোল গ্রামে অভিযান চালিয়ে মঙ্গলবার রাত তিনটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন ওই গ্রামের তবিবর রহমান মণ্ডল, জয়নাল হোসেন, হাসাদাহ গ্রামের শাহানুর রহমান এবং চাকলা গ্রামের নয়ন হোসেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিউজবাংলাকে জানান, মঙ্গলবার দুপুরে ট্রাক্টরের ধাক্কায় সাইকেলচালক ওহিদুল বিশ্বাস নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে রাতে মামলা হয়। তাতে প্রধান আসামি করা হয় কাঁটাপোল গ্রামের সাখাওয়াত হোসেনকে। তিনি ওই ট্রাক্টর দিয়ে মাটি আনাচ্ছিলেন; দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক।

আর ইউএনও লিংকন রাষ্ট্রীয় কাজে বাধা দেয়ার অভিযোগে আরেকটি মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ওই চারজনকে।

ওসি জানান, বুধবার দুপুরে তাদের আদালতে তোলা হবে। বাকি আসামিদেরও ধরতে পুলিশের অভিযান চলছে।

উপজেলার কাঁটাপোল গ্রামে মঙ্গলবার দুপুরে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক ওহিদুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় তার সাত বছরের ছেলে ইয়াসিন আলী।

চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটকে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও লিংকন পুলিশের একটি দল নিয়ে সেখানে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

এতে মাথায় আঘাত পান ইউএনও। তাকে উত্তেজিত জনতা একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে।

উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে ইউএনওকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পৌঁছে দেয়া হয়।

এ বিভাগের আরো খবর