সাতক্ষীরায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।
শহরের মেহেদীবাগ এলাকা থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তারা হলেন সাইফুল ইসলাম ও আলমগীর কবির। তাদের বাড়ি মেহেদীবাগ এলাকায়।
সদর থানার পরিদর্শক (ওসি) বুরহানউদ্দিন নিউজবাংলাকে জানান, এই দুজন সোমবার রাতে সদর উপজেলার বৈকারীর আব্দুস সালেকের বাড়ি গিয়ে পুলিশ পরিচয় দিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। সালেক এক লাখ টাকা দেন।
পরে তারা ভুয়া পুলিশ জানতে পেরে সালেক থানায় লিখিত অভিযোগ দেন। এরপর পুলিশ তাদের আটক করে।
ওসি জানান, সালেকের অভিযোগটি রাতেই মামলা হিসেবে রেকর্ড করা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।