চিকিৎসক জানান, ‘নুরুল ইসলামকে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। এর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় নুরুলের’।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
চাম্বল ইউনিয়নে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলামের বাড়ি পূর্ব চাম্বল এলাকায়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, নুরুল ইসলামকে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। এর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার পরিদর্শক নাজমুল হাসান বলেন, কী কারণে ঘটনা ঘটেছে, এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত জেনে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।