কক্সবাজার শহরের কলাতলীর একটি রিসোর্টের কক্ষ থেকে গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচানো অবস্থায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কলাতলীর সুগন্ধা সুইট হোম রিসোর্টের ৩০২ নম্বর কক্ষ থেকে মঙ্গলবার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেকের বাড়ি শহরের পূর্ব ঘোনারপাড়ায়।
তার বড়ভাই আব্দুল খালেক নিউজবাংলাকে জানান, মালেক মাছ ব্যবসা করতেন। সোমবার রাতে তিনি বাসায় ফেরেননি। মঙ্গলবার বিকেলে জানতে পারেন কলাতলীর হোটেল মরদেহ পাওয়া গেছে।
কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রায়হান নিউজবাংলাকে জানান, ধারণা করা হচ্ছে, চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় মালেককে।
সিআইডির বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে থেকে আলামত সংগ্রহ করেছে।
সুইট হোম রিসোর্টের ম্যানেজার খালেক বলেন, ‘সোমবার রাতে দুই পর্যটকের নামে কক্ষটি বুকিং ছিল। তারা রাত সাড়ে ১০টার দিকে বের হয়ে আর ফেরেননি। মালেক কখন প্রবেশ করেন তা আমরা জানি না।’
তার ধারণা, রাতে যখন বিদ্যুৎ ছিল না তখন প্রবেশ করেন মালেক।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মুনিরুল গিয়াস জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে।