গাজীপুরের টঙ্গীতে স্পিড উইল সিএনজি স্টেশন এলাকায় বিদ্যুতের খুঁটি অপসারণ করতে গিয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে খুঁটি ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন সোহাগ সরকার, সুমন ও সাইফুল নামে তিন শ্রমিক।
টঙ্গী থানা পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উইল সিএনজি স্টেশনের সামনে বৈদ্যুতিক খুঁটি অপসারণের সময় তা ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। টঙ্গীর শহিদ আহসানউল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে নিয়ে গেলে আরেক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গুরুতর অবস্থায় সাইফুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।