সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়ার নির্মাণাধীন বাগে জান্নাত জামে মসজিদের ট্যাঙ্কি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন পৌর এলাকার মুকুন্দগাতী মধ্যপাড়া মহল্লার ৩৫ বছর বয়সী হৃদয় ও তার ছেলে ১৭ বছর বয়সী বিশাল।
স্থানীয় কাউন্সিলর তারেক সরকার নিউজবাংলাকে জানান, বাগে জান্নাত জামে মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য মঙ্গলবার সকাল থেকে হৃদয় ও বিশাল কাজ করছিলেন। বিকেলের দিকে বিশাল ট্যাঙ্কের ভিতরে কাজ করতে নামলে তার কোনো সাড়া পাওয়া যায় না। একপর্যায়ে ছেলেকে উদ্ধার করতে হৃদয় নিজেই সেপটিক ট্যাংকে নেমে পড়েন। পরে তারও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়া হলে সন্ধ্যার দিকে হৃদয় ও বিশালের মরদেহ উদ্ধার করা হয়।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, সেপটিক ট্যাংকের ভেতর বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্ত না করার আবেদনে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।