বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার ময়মনসিংহে

  •    
  • ১৬ মার্চ, ২০২১ ২২:৩৪

শিশু জয়নালকে নিয়ে তারা বাবা-মা নওরোজ এলাকায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকালে শিশুটিকে গৃহপরিচারিকা মোছা. রাশিদার কাছে রেখে কর্মস্থলে যান তার বাবা-মা। পরে বিকেল ৩টার দিকে শিশুটির বাবা দেলোয়ার হোসেনকে ফোন করে একজন জানান, তার ছেলেকে কে বা কারা অপহরণ করেছে।

গাজীপুর থেকে অপহৃত চার মাসের শিশু জয়নালকে পাঁচদিন পর ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে ঈশ্বরগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ সময় দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুরের বাসন থানা পুলিশ। তারা হলেন ময়মনসিংহের গৌরীপুর থানার গোলাপপুর এলাকার মাকসুদা আকতার খুশি ও তার মেয়ে ১৪ বছরের মেয়ে। তারা মহানগরীর নাওজোর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হাসান সংবাদ সম্মেলনে জানান, শিশু জয়নালকে নিয়ে তার বাবা-মা নওরোজ এলাকায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকালে শিশুটিকে গৃহপরিচারিকা রাশিদার কাছে রেখে কর্মস্থলে যান তারা।পরে বিকেল ৩টার দিকে শিশুটির বাবা দেলোয়ার হোসেনকে ফোন করে একজন জানান, তার ছেলেকে কে বা কারা অপহরণ করেছে।

দেলোয়ার বাড়িতে ফিরে গৃহপরিচারিকা রাশিদার কাছে ছেলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দুপুরে জুনায়েদকে ঘরে রেখে কেক আনতে পাশের দোকানে যান তিনি। ফিরে এসে তাকে পাননি।

এ ঘটনায় দেলোয়ার বাসন থানায় একটি অপহরণ মামলা করেন।

বাসন থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার দরুন বড়বাগ এলাকা থেকে শিশুটিতে উদ্ধার করা হয়।

এ বিভাগের আরো খবর