সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ মাস বয়সী শিশুসন্তান হত্যার দায়ে মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার দুপুরে এই রায় দেন।
সাজা পাওয়া মুক্তি খাতুন শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গাজী আব্দুর রহমান নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আড়াই বছর আগে আব্দুল্লাহর সঙ্গে মুক্তির বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান ছিল মাহমুদুল্লাহ। গত বছরের ২৮ এপ্রিল রাতে আব্দুল্লাহ ধান কাটার কাজে নওগাঁ চলে যান। এরপর বাড়ির অন্য সদস্যরা আব্দুল্লাহর বড় চাচা সোনাউল্লাহর বাড়ি যান।
সেখান থেকে ফিরে আব্দুল্লাহর মা ও বোন বাড়িতে ৯ বছরের মাহমুদুল্লাহর গলাকাটা মরদেহ দেখতে পান। বাড়িতে ছিলেন না মুক্তি। খবর পেয়ে ওই রাতেই শাহজাদপুরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে মুক্তি খাতুনকে আটক করে পুলিশ।
পিপি আরও জানান, বিয়ের পর থেকেই আব্দুল্লাহর সঙ্গে কলহ চলছিল মুক্তির। এরই জেরে ছেলেকে হত্যা করেন মুক্তি।
এ ঘটনায় আব্দুল্লাহ স্ত্রী মুক্তি খাতুনকে একমাত্র আসামি করে মামলা করেন। আসামির উপস্থিতিতে মঙ্গলবার বিচারক যাবজ্জীবনের রায় দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।