সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকার আশপাশের বাড়িতে নতুন কেউ এলেই পুলিশকে জানাতে বলা হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ নিউজবাংলাকে বলেন, ‘স্মৃতিসৌধের আশপাশের এলাকার সব বাড়ির বাসিন্দাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ জন্য আমরা তাদের তথ্য ফরম সরবরাহ করেছি। নতুন কোনো মুখ কিংবা ভাড়াটিয়া কারও বাড়িতে উপস্থিত হলে অবশ্যই তার তথ্য ফরমের মাধ্যমে পুলিশকে জানাতে বলা হয়েছে।’
এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসআই হারুন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানের আসার কথা রয়েছে। এ কারণে এই এলাকায় কয়েক স্তরের নিরাপত্তার অংশ হিসেবে এই নির্দেশ দেয়া হয়েছে।
সাভার গণপূর্ত বিভাগ জানিয়েছে, ১৭ মার্চ থেকে জাতীয় স্মৃতিসৌধে আনুষ্ঠানিকতা শুরু হবে। ওই দিন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর ১৯ মার্চ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে, ২২ মার্চ নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী, ২৪ মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এসআই হারুন জানান, স্মৃতিসৌধের দুটি গেট, কুঁরগাও মোড় ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন আছে। এ ছাড়া স্মৃতিসৌধের ভেতরে হেলিপ্যাড ও মূল বেদিতে সার্বক্ষণিক পুলিশ সদস্য রয়েছে। কাজ করছে পুলিশের তিনটি টহল টিম।