চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে জেলে ও নৌ পুলিশের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক জেলে। এ সময় আহত হয়েছেন এক পুলিশ সদস্য।
উত্তর উপজেলায় মেঘনায় সোমবার মধ্যরাতে এই সংঘর্ষ হয়।
জেলার নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মাসুদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার কালিরচরে।
নৌ পুলিশের এসপি কামরুজ্জামান জানান, মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা জাটকা ধরে ট্রলারে করে নিয়ে আসছে, এমন তথ্যে ওই এলাকায় নৌ পুলিশের টহল দল অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লাঠি ও বাঁশ নিয়ে তারা হামলা চালায়।
এসপি বলেন, তাদের হামলায় আহত হন নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ হোসেন। এরপর আত্মরক্ষায় পুলিশ গুলি চালায়। তখন গুলিবিদ্ধ হন মাসুদ।
আহত পুলিশ কর্মকর্তা ও জেলেকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় জেলে মাসুদকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
এসপি আরও জানান, সংঘর্ষের পর দুই জেলেকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে ২৫ কেজি জাটকা, ২ হাজার মিটার কারেন্ট জাল ও মাছধরার ট্রলার।
জাটকা সংরক্ষণে মৎস্য অধিদপ্তরের নির্দেশে প্রতিবছরের মতো এবারও পদ্মা-মেঘনায় মাছধরার ওপর চলছে দুই মাসের নিষেধাজ্ঞা। এ সময় জেলেদের মাছধরা, পরিবহন ও বিক্রি বন্ধ নিশ্চিত করতে নিয়মিত নদীতে টহল দিচ্ছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।