ময়মনসিংহের নান্দাইলে আনিসুর রহমান নামে এক মাদ্রাসাশিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ গ্রাম রসুলপুরে হামলার শিকার হন তিনি।
স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম ভুলু জানান, আনিসুর রাতে বাইসাইকেলে গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, শিক্ষক আনিসুরের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।
ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।