নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাব্বির আহম্মেদ নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষককে এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
এরা হলেন শওকত হোসেন সুমন, জুবায়ের আহমেদ ও আব্দুল আজিজ।
সোমবার তাদের সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে এক দিনের অনুমতি দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘ছাব্বির রূপগঞ্জের বরপা এলাকার জামাল হোসেনের ছেলে। সে ওই মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল। বুধবার সকালে মাদ্রাসাটির এক শিক্ষক তার বাবাকে ফোন করে জানান, সাব্বির গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’
তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীর বাবা পরে মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলে সন্তানের মরদেহ বাড়িতে নিয়ে যান। মরদেহ গোসল করানোর সময় আঘাতের চিহ্ন দেখে তার সন্দেহ হয়। দাফন শেষে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় জানালে পুলিশ ওই শিক্ষক ও ছাত্রদের আটক করে।’
আরও পড়ুন: ছাত্র হত্যার অভিযোগে মাদ্রাসার ৩ শিক্ষক গ্রেপ্তার
সাব্বিরকে হত্যার অভিযোগ এনে শুক্রবার দুপুরে মামলা করেন তার বাবা।
ওসি জানান, মামলায় শিক্ষকসহ ওই সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়। এদের মধ্যে চার শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক।