চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে লাবিব হোসেন নামে এক বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব হোসেন একই গ্রামের কৃষক আকরামুল ইসলামের একমাত্র ছেলে।
আকরামুল ইসলাম জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল লাবিব। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করা হয়। দুপুর ২ টার দিকে প্রতিবেশীরা কাছের একটি টিউবওয়েলের পাশে একটি গর্তের পানিতে লাবিবের মরদেহ ভেসে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। এরপর গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাবিব ছিল আমার একমাত্র ছেলে। কখন সে ওই গর্তে পড়ে যায় তা কেউ দেখেনি। পরিবারের সদস্যদের অসাবধানতার কারণে তাকে হারাতে হলো।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।