সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা ও ক্লাস চালু রাখায় জামালপুরের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ১২টার দিকে শহরের কলেজ রোডের ওই শিক্ষাপ্রতিষ্ঠানকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন।
তিনি জানান, বৈশ্বিক করোনা পরিস্থিতির নেতিবাচক প্রভাব এড়াতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সরকারি এই নির্দেশনা অমান্য করে জামালপুর শহরে গোপনে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে- এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে স্কুল খোলা রেখে ক্লাস করানোর দায়ে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এর আওতায় ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার জরিমানার ৬৫ হাজার টাকা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন ।