ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ও কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন র্যাব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন।
হেলিকপ্টারে করে সোমবার বিকেলে তিনি টুঙ্গিপাড়া যান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।
পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের নিরাপত্তাব্যবস্থা তদারকি করেন র্যাব মহাপরিচালক। এরপর তিনি কাশিয়ানীর ওড়াকান্দিতে যান এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা তদারকি করেন।
এ সময় সদ্য পদোন্নতি পাওয়া পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আজাদ হোসেন, ডিআইজি খোরশেদসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।
র্যাব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা সবার সহযোগিতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছি। সবাই যেভাবে কাজ করছে তাতে ওনার সফর আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। এখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেব আমরা এবং চমৎকারভাবে সব আয়োজন সম্পন্ন হবে।’