নারায়ণগঞ্জের বন্দর পৌর এলাকায় পুকুরে ডুবে নুসরাত জাহান ও সামিয়া আক্তার নামে দুই শিশু মারা গেছে। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
সোমবার দুপুর ১টার দিকে ২৩ নম্বর ওয়ার্ডের কদম রসুল নূরবাগ এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকালে গোসল করতে দিয়ে নিখোঁজ হয় তারা।
নুসরাত ও সামিয়া স্থানীয় লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। নুসরাত দিনমজুর নজরুল মিয়ার ও সামিয়া সিরাজ মিয়ার মেয়ে। তারা নূরবাগ এলাকার দেলোয়ার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় লোকজন জানান, সকালে ওই দুই শিশু তাদের বাড়ির পাশের হাবীব মিয়ার পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী দুপুরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক সাহা জানান, ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।