রংপুরের গঙ্গাচড়ায় পল্লী বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে তৌহিদুল ইসলাম বাহাদুর নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কামারপাড়া চার মাথা গ্রামে এই ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে রংপুর ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তৌহিদুলের বাড়ি উপজেলার মর্ণেয়া ইউনিয়নের খলিফা পাড়ায়। তিনি পল্লী বিদ্যুতের ঠিকাদার নাহার কনস্ট্রাকশনের লাইনম্যান।
গঙ্গাচড়া থানার উপপরিদর্শক (এসআই) এরশাদুল হক নিউজবাংলাকে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির গঙ্গাচড়া ইউনিটের সুপারভাইজার ফজলু মিয়া লাইন বন্ধ না করেই কোলকোন্দ ইউনিয়নে নতুন সংযোগ দিচ্ছিলেন। ওই সংযোগে কাজ করছিলেন তৌহিদুল। সংযোগ দেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তৌহিদুল নিহত হন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগ পর্যন্ত তৌহিদুলের মরদেহ তারেই ঝুলছিল।
পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সহকারী সাধারণ ব্যবস্থাপক (এজিএম) প্রণব কুমার দে বলেন, এই ঘটনার জন্য সংশ্লিষ্টদের দায় নিতে হবে।
রংপুর গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।