বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া খালে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ বিপুল পরিমাণ বিদেশি কাপড় ও জুতা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।
কাপড়গুলো শুল্ক ফাঁকি দিয়ে নদীপথে বাংলাদেশে আনা হচ্ছিল। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ড সদস্যরা।
সোমবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেল থেকে সুন্দরবন পূর্ব বন বিভাগের হারবাড়িয়ার চরাপুটিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহজনক ট্রলারটিকে থামার জন্য সংকেত দেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় ট্রলারটি চরাপুটিয়ার খালপাড়ে থামিয়ে এতে থাকা চোরাকারবারিরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।
পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৩৭৭ পিস বিদেশি শাড়ি, ১ হাজার ৩০৩ পিস লেহেঙ্গা, ৩৯৬ পিস থ্রি-পিস এবং ৪৭৫ জোড়া জুতা জব্দ করা হয়। জব্দ করা বিদেশি কাপড় ও জুতার আনুমানিক মূল্য প্রায় ১৮ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ট্রলার, কাপড় ও জুতা মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।