কক্সবাজারে বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণ মামলার পর বাহিনীটির এক সদস্যের করা শত কোটি টাকার মানহানি মামলায় এনজিও লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট) সেই কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহের আদালতে সোমবার দুপুরে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আলোচিত এই মামলার বিচার শুরু হলো।
বাদীর প্রধান আইনজীবী সাজ্জাদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুনানিতে বিচারক মামলা থেকে আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী আবদুর শুক্কুর নিউজবাংলাকে বলেন, ফৌজদারি কার্যবিধি ৫০০ ধারা এই মামলায় প্রযোজ্য নয়। জেলা দায়রা জজ আদালত থেকে আসামি এই মামলায় অব্যাহতি পাবেন বলে আশা করেন তিনি।
আরও পড়ুন: ‘ধর্ষণ’: এনজিও কর্মী-বিজিবি পাল্টাপাল্টি
গত ৮ অক্টোবর দমদমিয়া চেকপোস্টে অটোরিকশার যাত্রী এনজিও ব্লাস্টের কর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করেন বিজিবির সদস্যরা। এ ঘটনায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দেন থানায়। পাশাপাশি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে নানা প্রচার চালান।
দুই দিন পর আদালতে ওই নারীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন বিজিবির দমদমিয়া তল্লাশি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত জেসিও নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা।
পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করেন টেকনাফ থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম। এর প্রতিবেদন তিনি বিচারকের কাছে দেন।