রাজশাহীর গোদাগাড়ীতে দুই কেজি ভারতীয় হেরোইন ও ১ হাজার ৯৭৮ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
উপজেলার পদ্মা নদীর তীরবর্তী মাদারপুর চরে রোববার রাত ১টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক আশরাফুল ইসলাম গোদাগাড়ি উপজেলার মাদারপুর চরের বাসিন্দা।
বিষয়টি সোমবার সকাল ১০টার দিকে নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৫৩-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মির্জা মাঝহারুল ইসলাম।
তিনি জানান, মাদক পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর তীরবর্তী সীমান্ত থেকে সীমান্ত পিলার ৪১/২ এস থেকে আট কিলোমিটার বাংলাদেশের ভেতরে মাদারপুর এলাকায় রাতে অবস্থান নেয় বিজিবি।
এ সময় মাদক পরিবহনের সময় আশরাফুলকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেন বিজিবি সদস্যরা।
এসব মাদক কোথায় ছিল জানতে চাইলে বিজিবি অধিনায়ক বলেন, ‘আমরা আসামিকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। তবে এই মাদকের চালানটি কোথায় যাচ্ছিল, কারা কারা এর সঙ্গে জড়িত, তা জানা যায়নি। আমাদের তৎপরতা অব্যাহত আছে, এসব খুঁজে বের করতে আমরা কাজ করছি।’
বিজিবি একটি মামলা করে আসামিকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করেছে।