বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদপুরে ৪ হাজার কেজি জাটকা জব্দ, আটক ৬

  •    
  • ১৫ মার্চ, ২০২১ ১২:৩৪

দুইটি অভিযানে চাঁদপুরে কোস্টগার্ড ও নৌ-পুলিশ ৪ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করে। এ সময় ছয় জেলেকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুরে দুই এলাকায় অভিযানে ৪ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড ও নৌ-পুলিশ। একটি অভিযানে ছয় জেলেকে আটক করা হয়।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আসাদুজ্জামান জানান, রোববার মধ্যরাতে শহরের কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ কেজি জাটকাসহ পিকআপ ও একটি অটোরিকশা জব্দ করা হয়। আটক করা হয় ছয় জেলেকে।

সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম মনজুরুল মোর্শেদের ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়।

জব্দ করা জাটকা স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে জানায় কোস্টগার্ড।

আরেকটি অভিযানে রোববার মধ্যরাতে হরিণা নৌ-ফাঁড়ির পুলিশ তিন হাজার কেজি জাটকা জব্দ করেছে।

হরিণা নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মো. নাসিম জানান, গোপন তথ্যে মধ্যরাতে বহরিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেঘনা নদীর পাড়ে কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় তিন হাজার কেজি জাটকা জব্দ করা হয়।

নাসিম জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাটকাগুলো দরিদ্র ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে।

নৌ-পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বলেন, ‘জাটকা নিধনরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা নদীতে টহল দেয়ার পাশাপাশি জাটকা পরিবহন ঠেকাতেও কাজ করে যাচ্ছি।’

এ বিভাগের আরো খবর