স্থানীয়রা জানান, বিয়েবাড়িতে জেনারেটরের পাশে অন্ধকার একটি স্থানে বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সৌরভ। কনের বাড়ি যাওয়ার সময় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়।
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিয়েবাড়িতে বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বর সৌরভ চন্দ্র রায়।
সৌরভের বাড়ি উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের সর্দার পাড়ায়। নিজ বাড়িতেই শনিবার রাতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
স্থানীয়রা জানান, বিয়েবাড়িতে জেনারেটরের পাশে অন্ধকার একটি স্থানে বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সৌরভ। কনের বাড়ি যাওয়ার সময় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ওই স্থান থেকে সৌরভকে উদ্ধার করে দেবীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার পরিদর্শক তদন্ত বজলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।