মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির চরাঞ্চলে অভিযান চালিয়ে ১৫টি তাজা ককটেল ও একটি টেঁটা উদ্ধার করেছে পুলিশ। চাচাতো ভাইয়ের ছোড়া ককটেল বিস্ফোরণে একজন নিহতের পরের দিনই এতো ককটেল উদ্ধার করলো পুলিশ।
রোববার বিকেলে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়ির পাশের জঙ্গল থেকে এসব ককটেল ও টেঁটা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মোল্লাকান্দি ইউনিয়নে নতুন আমঘাটা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে ককটেলগুলো রাখা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এসব ককটেল উদ্ধার করেছে তারা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
শনিবার মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে চাচাতো ভাইয়ের ছোড়া ককটেলে প্রাণ হারার জালাল বেপারী নামে একজন।