বরিশালে ৩২৬ মণ জাটকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন পরিমাণ জরিমানা করা হয়েছে।
জাটকা পাচারে ব্যবহার করা অন্তরা নামের একটি বাসসহ তিনটি ট্রাক জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রোববার বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা সঞ্জীব সন্যামত জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে বরিশাল নগরের রুপাতলীস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢাল থেকে তাদের আটক করা হয়।
তিনি জানান, জেলা মৎস কর্মকর্তা মো. আসাদুজ্জামান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোলাইমান হোসেনের সমন্বয়ে অভিযানে তিনটি ট্রাক ও একটি বাস থেকে ১২ হাজার ১৬০ কেজি জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়।
পরে জাটকাসহ আটক ব্যক্তিদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট মারুফ দস্তগীরের ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে তিনি পাঁচজনকে ১২ হাজার টাকা জরিমানা করা জয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীর জানান, জব্দ জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ্য ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।