জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন কুষ্টিয়ার এক যুবক।
সাহায্যের বদলে ভেড়ামারা থানার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সন্ত্রাসীদের কাছে যুবকের তথ্য জানিয়ে দেন।
এতে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সাহায্য চাওয়া যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, হামলার শিকার ওই যুবক আসাদুল হক থানায় মামলা করেছেন। তার অভিযোগ, শুক্রবার সকালে ভেড়ামারার জুনিয়াদহ এলাকায় তার বাড়ির পাশে পদ্মা নদীতে হঠাৎ তিনটি গুলির শব্দ শুনতে পান।
এরপর তিনি দ্রুত ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানান।
তবে এ ঘটনায় ব্যবস্থা না নিয়ে এসআই জাহাঙ্গীর তাকে ফোন করে ভয় দেখান। আর অভিযোগ করার তথ্য সন্ত্রাসীদের জানিয়ে দেন।
পরে সন্ত্রাসীরা আসাদুলের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে জখম করে। এতে ওই যুবকের মাথা ও হাতে আঘাত লেগেছে।
আসাদুলের ওপর হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল।
এই ঘটনার পর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওই এসআই জাহাঙ্গীর হোসেনকে পুলিশ লাইনে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. খাইরুল আলম।
তিনি বলেন, ‘ওকে (জাহাঙ্গীর হোসেন) আমি নিয়ে আসছি, কী কাহিনী জানার জন্য। দুপুরের দিকে তাকে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। সবকিছু আমি দেখছি ও তদন্ত করছি।’
এসপি আরও বলেন, ‘ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে জাহাঙ্গীরের বদলে এখনও কাউকে দায়িত্ব দেয়া হয়নি। তার সেকেন্ড ম্যান যিনি তিনিই দায়িত্ব পালন করছেন। ’