টাঙ্গাইলের বাসাইলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেন্টু মিয়া এবং হত্যার অভিযোগ ওঠা শফিকুল ইসলাম ওই গ্রামের মো. মজিদের ছেলে।
স্থানীয় লোকজন জানান, বাড়ির তাঁত মেশিনের ভাগ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। রোববার সকাল সাড়ে ৮টার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই ভাই একে অপরকে ছুরিকাঘাত করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধারের পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর ১২টার দিকে সেখানে মজিদের মৃত্যু হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।