নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ১০০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা রাখার দায়ে এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একই মামলায় অপর এক আসামিকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় বিজ্ঞ আদালত।
রোববার বিকেলে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ -এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। দণ্ড পাওয়া আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোল গ্রামের বাসিন্দা জুয়েল রানা (৩৯) ও একই গ্রামের মিলন আলী (২৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর-গাবতলী সড়কের ভাবিচা এলাকায় নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়েল রানা ও মিলন আলীর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে।
বিক্রয়ের উদ্দেশ্যে হেরোইন ও ইয়াবা রাখার অপরাধে তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারার ১ (খ) ও ৯ (ক) উপধারায় মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে রোববার বিকেলে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারী আইনজীবী আজিজুল হক ও আসামিদের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী শাহরিয়ার হোসেন।