চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় গৃহবধূ রীমা আক্তার খুনের ঘটনায় পলাতক স্বামী তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। পরে রীমার ভাই জুলহাস মিয়ার করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
রোববার ভোর ৬টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিউজবাংলাকে জানান আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।
গ্রেপ্তার তাজুলের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব এওজবালিয়া গ্রামে। তিনি চট্টগ্রামের আকবর শাহে স্ত্রীসহ একটি ভাড়া বাসায় থাকতেন।
ওসি জহির জানান, শুক্রবার রাত ১২টার দিকে আকবর শাহ থানার বিশ্ব কলোনির জি-ব্লক থেকে রীমার মরদেহ উদ্ধার করা হয়। এরপরই পলাতক তাজুলকে আটকের অভিযান শুরু করে পুলিশ।
তিনি আরও জানান, রীমা তাজুলের তৃতীয় স্ত্রী। হত্যাকাণ্ডের পর তাজুল কুমিল্লায় তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়িতে আশ্রয় নেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে রীমাকে তিনি গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছেন।
রোববার বিকেলে তাজুলকে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে উপস্থিত করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।