বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাবা হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

  •    
  • ১৪ মার্চ, ২০২১ ১৯:২০

দীর্ঘদিন ধরে ইমান আলীর সঙ্গে তার ছেলে সবুজ মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। সবুজ মিয়া স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সদস্য হিসেবে নির্বাচনের জন্য জমি লিখে দিতে চাপ দেন ইমান আলীকে। ইমান রাজি না হওয়ায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি সবুজ ইমানকে মারধর করেন। হাসপাতালে নেয়ার পথে ইমান আলী মারা যান।

জামালপুরে ইমান আলী নামে এক ব্যক্তিকে হত্যা করায় তার ছেলে সবুজ মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত

রোববার বেলা সোয়া ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার আলী খান এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ড পাওয়া সবুজ মিয়ার বাড়ি জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিন কৈডোলা গ্রামে। তিনি ইমান আলীর দ্বিতীয় ছেলে।

মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে ইমান আলীর সঙ্গে তার ছেলে সবুজ মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। সবুজ মিয়া স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সদস্য হিসেবে নির্বাচনের জন্য জমি লিখে দিতে চাপ দেন ইমান আলীকে। ইমান রাজি না হওয়ায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি সবুজ ইমানকে মারধর করেন। হাসপাতালে নেয়ার পথে ইমান আলী মারা যান।

এ ঘটনায় ইমানের বড় ছেলে বাদল মিয়া জামালপুর সদর থানায় সবুজের বিরুদ্ধে মামলা করেন।

মামলার ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য নেয়া শেষে রোববার সবুজকে মৃতুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয় আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকর করার দাবি জানাই আমরা।’

আসামিপক্ষের আইনজীবী আশরাফুল হোসাইন সোহাগ বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করব।’

এ বিভাগের আরো খবর