বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ মার্চ, ২০২১ ১৪:৫১

মৃতরা হ‌লেন মো. রা‌কিব উদ্দিন, সাদ্দাম হোসেন ও মো. আলাউ‌দ্দিন। তাদের ম‌ধ্যে রা‌কিব ও সাদ্দাম উপ‌জেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর খা‌সের হাট এলাকার বা‌সিন্দা। আর আলাউ‌দ্দিন একই উপ‌জেলার চাচড়া ইউ‌নিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের বা‌সিন্দা।

ভোলার তজুমদ্দিন উপ‌জেলায় নির্মাণাধীন একটি স্কু‌লের সেপ‌টিক ট্যাং‌কে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

উপ‌জেলার দ‌ক্ষিণ-প‌শ্চিম চাচড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে রোববার দুপুর ১২টার দি‌কে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হ‌লেন মো. রা‌কিব উদ্দিন, সাদ্দাম হোসেন ও মো. আলাউ‌দ্দিন। তাদের ম‌ধ্যে রা‌কিব ও সাদ্দাম উপ‌জেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর খা‌সের হাট এলাকার বা‌সিন্দা। আর আলাউ‌দ্দিন একই উপ‌জেলার চাচড়া ইউ‌নিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের বা‌সিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউ‌নিয়‌ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উ‌দ্দিন হান্নান।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে তজুম‌দ্দিন উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা জানান, নির্মাণাধীন স্কু‌লের সেপটিক ট্যাং‌কে কাজ করছিলেন রা‌কিব ও সাদ্দাম। এ সময় তারা দুইজন ডাকাডাকি ও চিৎকার করে উঠলে উদ্ধারে নামেন আলাউ‌দ্দিন। পরে তিনজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক নিউজবাংলাকে জানান, খবর পেয়ে তারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো খবর