ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক লীগ নেতার কব্জি কেটে নেয়ার ঘটনায় কেউ আটক হয়নি। এ ঘটনায় হয়নি মামলাও।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বৃহস্পতিবার রাত ১০টার দিকে বলেন, কেউ মামলা করতে আসেনি। তবে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
উপজেলার চরভূতা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামের বিরুদ্ধে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের ডান হাতের কব্জি কেটে নেয়ার অভিযোগ ওঠে। শুক্রবার বিকেলে কক্সবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জসিম উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স ভর্তি করান। পরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসকরা জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
এ ঘটনায় শনিবার অভিযুক্ত নুরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল হাসান লিমন।