চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার একটি গ্রাম থেকে শনিবার বিকেলে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ ও শিশুটির পরিবার জানিয়েছে, শুক্রবার দুপুরে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ওই বৃদ্ধ শিশুটিকে নিজঘরে নিয়ে ধর্ষণ করেন। কান্না শুনে শিশুটির মা ঘরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পান। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, শিশুটির মা শনিবার দুপুরে থানায় মামলা করেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।