বাম চোখের ওপরের অংশে সেলাই করা হয়েছে। মুখেও আঘাত পেয়েছেন তিনি। এ ছাড়া দুই হাতে রয়েছে ব্যান্ডেজ। শরীরের আরও কয়েক স্থানে পেয়েছেন আঘাত। এসব স্থানে ছিঁড়ে ক্ষতের সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুর একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, হাসপাতাল বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত সংগীতশিল্পী বিউটি খান।
এর আগে ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই জোরারগঞ্জে দুর্ঘটনায় আহত হন বিউটি খানসহ আটজন। এর মধ্যে দুইজন মারা গেছেন। তবে ভাগ্যক্রমে বেঁচে ফেরাদের মধ্যে একজন তিনি।
বিউটি খান নিউজবাংলাকে বলেন, ‘আমরা সবাই ঘুমাচ্ছিলাম। হঠাৎ গাড়ির কড়া ব্রেকে জেগে দেখি একটা গাড়ি এগিয়ে আসছে আমাদের দিকে। কিছু বুঝে ওঠার আগেই সজোরে ধাক্কা দেয় ওই গাড়িটি। তারপর কী হয়েছে বলতে পারি না।’
শনিবার সন্ধ্যায় পর্যটন নগরী কক্সবাজারের সাইমন বিচ রিসোর্টে কনসার্টে যোগ দেয়ার কথা ছিল তাদের। তাই মাঝরাতে যাত্রা শুরু করেন তারা। বিউটি খান, রাহাত, পাপ্পু, নন্দন, তাওহিদ, হানিফ আহমেদ এবং পার্থ প্রতিম গুহ সবাই ছিলেন একটি মাইক্রোবাসে। তারা চাঁদপুর থেকে কক্সবাজার যাচ্ছিলেন।
চট্টগ্রাম হাসপাতালে কথা হয় বিউটি খানের স্বামী রাজিব খানের সঙ্গে। তিনি নিউজবাংলাকে বলেন, ভোর পাঁচটার দিকে এক সিএনজি অটোরিকশাচালক দুর্ঘটনাটি দেখতে পান। পরে স্থানীয় কয়েকজনের সাহায্যে আহত ব্যক্তিদের উদ্ধার করে মীরসরাইয়ের একটি হাসপাতালে নেন। ওই অটোরিকশাচালক আমাকে ফোন করে দুর্ঘটনার কথা জানান।’
২৬ নম্বর অর্থপেডিক্স ওয়ার্ডের চিকিৎসক মাসুদ আলম জানান, বিউটির শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন।’
হাসপাতালে চিকিৎসাধীন মাইক্রোবাসটির চালক লুৎফর রহমান বলেন, ‘মধ্যম গতিতেই চলছিল আমাদের গাড়ি। কিন্তু হঠাৎ ইউটার্ন দিয়ে কনটেইনারবাহী লরিটি বিপরীত দিক থেকে ঢুকে আমাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে আমাদের গাড়িটি উলটে সড়কের পাশের একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পার্থ প্রতিম গুহ মারা যান।
‘বাকিদের দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতাল থেকে চিকিৎসক তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠিয়ে দেন। এর মধ্যে হানিফ আহমেদ হাসপাতালে নেয়ার সময় মারা যান।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, আহত বাকি তিনজনের আঘাত তুলনামূলক কম হওয়ায় মীরসরাইয়ের একটি হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।