চুয়াডাঙ্গার দামুড়হুদায় গাঁজাসহ পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেয়া এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরের দশমীপাড়ায় বেসরকারি শিশু সংস্থার সামনে থেকে শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ সাগর বিশ্বাসকে গ্রেপ্তার করে।
সাগরের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ায়।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাতে মাদক বেচাকেনার সময় মিনু নামে এক মাদক কারবারিকে স্থানীয় লোকজন ধাওয়া দেয়। তাকে আটক করার পর নিজেকে উপপরিদর্শক পরিচয় দিয়ে সাগর নামের ওই ব্যক্তি এগিয়ে আসেন। তিনি বলেন, ‘আমি অন ডিউটিতে আছি, দামুড়হুদা মডেল থানায় কর্মরত। আসামিকে আমার হেফাজতে দেন।’
মিনুকে তার হাতে তুলে দেয়ার পর সাগর কিছুদূর গিয়ে তাকে ছেড়ে দেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন সাগরকে আটক করে দামুড়হুদা থানায় খবর দেয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক নিউজবাংলাকে জানান, সাগরকে আটকের পর দেহ তল্লাশি করে ১৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এর পর ভুয়া সরকারি কর্মচারী পরিচয় দেয়া ও মাদকদ্রব্য রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোড আইনে মামলা করেন এসআই শেখ তৌহিদুর রহমান। মামলায় সাগরকে গ্রেপ্তার ও মিনুকে পলাতক দেখানো হয়েছে।
সাগরকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।