ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ট্যাঁটার আঘাতে একজন নিহত হয়েছেন।
উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে শনিবার সকালে এই সংর্ঘষ হয় বলে জানিয়েছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা।
নিহত ব্যক্তির নাম ফয়েজ মিয়া।
ওসি জানান, পূর্ব শত্রুতার জেরে ২০১৭ সালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিমবাড়ি গ্রামের পান্ডু গোষ্ঠী ও কাবিলা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে পান্ডু গোষ্ঠীর রহিছ মিয়া নামে একজন নিহত হন। এ ঘটনায় মামলার পর কাবিলা গোষ্ঠীর লোকজন দীর্ঘদিন কারাভোগ করেন।
সম্প্রতি তারা জামিন পেয়ে এলাকায় আসেন এবং মামলা তুলে নিতে হুমকি দেন বলে পান্ডু গোষ্ঠীর লোকজনের অভিযোগ।
এরই জেরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ট্যাঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ওই মামলার সাক্ষী ফয়েজ মিয়া। তিনি রহিজের বড় ভাই।
মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওসি জানান, সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ফয়েজ ও রিমনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।