কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, মধুমতি বাঁওড়ে জেগে ওঠা চরে দুপুরে গোসল করতে নামে ওই এলাকার তিন শিশু। কিছুক্ষণ পর মোস্তাকিম ডুবে গেলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি বাঁওড়ে গোসল করতে নেমে ৯ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার দুপুরে বাঁওড়ের ঘোনাপাড়া ফকিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মোস্তাকিম মোল্যা উপজেলার চরচাপতা গ্রামের রব মোল্ল্যার ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, মধুমতি বাঁওড়ে জেগে ওঠা চরে দুপুরে গোসল করতে নামে ওই এলাকার তিন শিশু। কিছুক্ষণ পর মোস্তাকিম ডুবে গেলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।
ওসি আরও জানান, অনেকক্ষণ খোঁজার পরও না পেয়ে পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দলকে খবর দেন স্থানীয়রা। পরে খুলনার একটি ডুবুরি দল তাকে উদ্ধারে নামে।