চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবক মুন্সিগঞ্জ এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে মানসিক প্রতিবন্ধী বলে মনে হয়েছে। বিকেলে মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক নরেশ চন্দ্র জানান, ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে খবর পাঠানো হয়েছে।